সরকারী কোম্পানী লাভে থাকলে মোট লাভের ৫% হারে প্রোফিট বোনাস প্রদান করেন।বোনাস নেওয়া জায়েয হবে কি না?

বিষয়:হালাল/হারাম সংক্রান্ত মাসআলা জানার আবেদন।

মুহতারাম,
আমি একটি সরকারী কোম্পানিতে চাকুরী করি। উক্ত কোম্পানী থেকে কর্মকর্তাগণকে সরকারী নিয়মানুযায়ী কোম্পানী লাভে থাকলে মোট লাভের ৫% হারে প্রোফিট বোনাস প্রদান করেন। যেখানে কয়লা বিক্রয়ের লাভের অংশসহ এফডিআর/এসএনডি সহ কোম্পানীর কর্মকর্তাগণকে প্রদেয় লোনের সুদসহ একটা অংশ থাকে। প্রতিজনের প্রাপ্ত প্রোফিট বোনাসের অংশে সেই সুদের একটি অংশ পেয়ে থাকেন। প্রদেয় সুদের অংশসহ টোটাল প্রোফিট বোনাস নেওয়া জায়েয হবে কি না?

বিনীত নিবেদক
Md: Rokonuzzaman
Barapukuria Coal Mine, parbatipur, Dinajpur

الجواب حامدا ومصليا ومسلما

ফাতওয়া  নংঃ ৮২৭

উত্তর: প্রশ্নোল্লিখিত সুরতে- আপনি যে কোম্পানীতে চাকরিরত আছেন। উক্ত কোম্পানী কর্তৃক কর্মকর্তাগণকে সরকারী নিয়মানুযায়ী কোম্পানী লাভে থাকলে মোট লাভের ৫% হারে বাৎসরিক যে প্রোফিট বোনাস দেওয়া হয়। উক্ত প্রোফিট বোনাস যে সকল মাধ্যমে অর্জিত লাভের হারে প্রদান করা হয়ে থাকে। সেখানে যেহেতু কয়লা বিক্রয়ের লাভের অংশসহ এফডিআর/এসএনডি একাউন্ট থেকে প্রাপ্ত সুদসহ কোম্পানীর কর্মকর্তাগণকে প্রদেয় লোনের সুদেরও একটি অংশ থাকে। বিধায় কোম্পানী কর্তৃক প্রদত্ত টোটাল প্রোফিট বোনাস হালাল-হারাম মিশ্রিত।

সুতরাং যদি কোম্পানী কর্তৃক প্রদত্ত টোটাল প্রোফিট বোনাসে হারামের পরিমাণ বেশি থাকে তাহলে তা গ্রহণ করা বৈধ হবে না। একান্ত বাধ্য হয়ে গ্রহণ করলে তা (সওয়াবের নিয়ত ছাড়াই) সদকা করে দিবে। তবে যদি হারামের পরিমাণ কম হয় তাহলে গ্রহণ করাটা অবৈধ হবে না। সেক্ষেত্রেও হারাম অংশ হিসাব করে সদকা করে দিবে। তবুও যেহেতু হারামের সংমিশ্রণ থেকেই যায়। বিধায় এজাতীয় প্রোফিট বোনাস গ্রহণ করা থেকে বিরত থাকাই শ্রেয়।

সহীহ মুসলিম,হাদীস ১৫৯৮; বজলুল মাজহুদ ১/৩৫৯;  রদ্দুল মুহতার ৫/১৬৬,৩৬২-৭/৩০৭; ইলাউস সুনান ১৪/৫১৩; বাদায়েউস সানায়ে ১০/৫৯৮; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৫১-৫/৪০৩; তাবয়ীনুল হাকায়েক ৬/২৭; ইমদাদুল আহকাম ৩/৫৫১; ফাতাওয়ায়ে উসমানী ৩/২০৮; কিতাবুন নাওয়াযেল ১১/২৬২,২৭৮,৪২৮,

ফাতাওয়া বিভাগ
আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা)
সতীঘাটা, সদর, যশোর, বাংলাদেশ

Leave a Comment