মাদরাসার সেবাপ্রকল্প
ফাতাওয়া ও ফারায়েয বিভাগ
মুসলমানদের দৈনন্দিন জীবনের উদ্ভূত সমস্যাবলীর শরীয়তসম্মত সমাধান দেয়ার জন্য সুযোগ্য মুফতী সাহেবদের তত্ত্বাবধানে এ বিভাগটি পরিচালিত হয়। যারা বিভিন্ন বিষয়ের উপর মাসআলা—মাসাইল জানতে চান, তাদের জন্য মাদরাসার এ বিভাগ হতে মুফতী সাহেবদের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ের উপর লিখিতভাবে ফাতাওয়া প্রদান করা হয়।
প্রকাশনা বিভাগ
দ্বীনের বহুবিধ খেদমত আঞ্জাম দেয়ার লক্ষ্যে মাদরাসা কতৃর্পক্ষ বিভিন্ন কর্মসূচী প্রণয়ন করে তা ধীরে ধীরে বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে। এর একটি দিক হলো ‘দারুত তাসনীফ’ তথা প্রকাশনা বিভাগ। এ বিভাগ হতে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের উপর বই—পুস্তক, আরবী ও বাংলা পত্রিকা যথাক্রমে ত্রৈমাসিক ‘আততারহীব’ ও ‘আলইরশাদ’ প্রকাশ করা হয়ে থাকে।
দাওয়াত ও তাবলীগ
সাধারণ মানুষকে দ্বীনের দাওয়াত ও তাদেরকে দ্বীন শেখানো এবং নিজের আমলী যিন্দেগী গড়ার লক্ষ্যে ছাত্ররা বিরতিতে সময় লাগানোর জন্য বের হয়। প্রতি সপ্তাহে নিয়মিত মাদরাসা মসজিদে গাশত, বাহির মহল্লায় গাশত ও ২৪ ঘণ্টা তাবলীগী কর্মসূচী পালন করা হয়।
মজলিসে দাওয়াতুল হক
হযরত মাওলানা শাহ আবরারুল হক রহ. প্রতিষ্ঠিত মজলিসে দাওয়াতুল হকের কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে ছাত্রদেরকে সুন্নতে নববী পালনের প্রতি উদ্বুদ্ধ করা হয় এবং বিদআত ও কুসংস্কারের মুলোৎপাটনে সহীহ কুরআন—সুন্নাহর প্রচার—প্রসার করা হয়।
ইসলাহী মজলিস
আল্লামা ইবরাহীম আফ্রীকী দা. বা., আল্লামা আবুল কাসেম নোমানী দা. বা. ও অন্যান্য উলামায়ে কেরামের পরামর্শ ও দিকনির্দেনায় সর্বসাধারণের আত্মশুদ্ধি ও তাযকিয়ায়ে নফসের উদ্দেশ্যে সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক ইসলাহী মজলিসের ব্যবস্থা করা হয়। সাপ্তাহিক ইসলাহী মজলিস প্রতি শুক্রবার আসর থেকে ঈশা পর্যন্ত, মাসিক ইসলাহী মজলিস শুক্রবার আসর থেকে শনিবার ইশরাক পর্যন্ত আর ত্রৈমাসিক ইসলাহী মজলিস বৃহস্পতিবার আসর থেকে শনিবার ইশরাক পর্যন্ত হয়ে থাকে।
দুস্থ মানবতার সেবা
মাদরাসার স্বেচ্ছাসেবী ছাত্র—শিক্ষকগণ লেখাপড়ার পাশাপাশি আর্তমানবতার সেবায় সদা তৎপর। মাদরাসার পার্শ্ববর্তী এলাকার গরীব—দুস্থ ও দুর্যোগকালীন সময়ে দেশের মানুষের সেবায় তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে।
ব্লাড ব্যাংক সেবা
মাদরাসার ছাত্রদেরকে প্রতি শিক্ষাবর্ষের শুরুতে রক্ত পরীক্ষা করতঃ গ্রুপ নির্ণয় করে তালিকাভূক্ত করে রাখা হয় এবং প্রয়োজনে ইমার্জেন্সি ফ্রি ব্লাড সরবরাহ করা হয়। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে অত্র অঞ্চলে মাদরাসার যথেষ্ট সুনাম রয়েছে।