প্রশ্ন
বরাবর,
ফাতাওয়া বিভাগ
আশরাফুল মাদারিস, সতীঘাটা, সদর, যশোর
বিষয়: সরকারি ইন্সুইরেন্স সংক্রান্ত মাসআলা
মুহতারাম,
আমি একটি সরকারি প্রতিষ্ঠান এ চাকরী করি। এখানের সকল কর্মকর্তা ও কর্মচারীর জন্য বাধ্যতামুলক লাইফ ইন্সুইরেন্স করা হয়। যে সকলের বেতন টাকা কিছু টাকা কর্তন করা হয় আবার প্রত্যেক ব্যাক্তির জন্য প্রতিষ্ঠান থেকে টাকা ইন্সুইরেন্স কোম্পানি কে প্রতি মাসে পরিশোধ করে থাকে। যখন কোন ব্যাক্তি চাকরীতে থাকা কালীন সময়ে মারা যায় তখন তার পরিবারকে ইন্সুইরেন্স কোম্পানি থেকে নিয়ম অনুযায়ী টাকা পরিশোধ করে। পরিশোধিত টাকার পরিমান (ব্যাক্তির বেতন + প্রতিষ্ঠান প্রদানকৃত টাকা) থেকে বেশি। আমার জানার বিষয় ঃ ব্যাক্তি + প্রতিষ্ঠান থেকে পরিশোধিত টাকা থেকে বর্ধিত টাকা নেওয়া কি হালাল হবে? অথবা এ অবস্থায় করনীয় কি? বিস্তারিত জানালে উপকার হবে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লা খইর।
বিনীত নিবেদক
মোঃ রেজাউল করিম
উত্তরা, ঢাকা
উত্তর
ফাতাওয়া নম্বর: ৭৬৮
লাইফ ইনস্যুরেন্সের মধ্যে সুদ ও জুয়া একত্রিত হওয়ার কারণে তা ইসলামের দৃষ্টিতে হারাম ও অবৈধ। এই জাতীয় ইনস্যুরেন্সের ক্ষেত্রে জমাকৃত আসল টাকার উপর যে অতিরিক্ত মুনাফা অর্জিত হয় তা সুদ হিসেবেই বিবেচিত। বিধায় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য স্বাভাবিকভাবে এ ধরনের সুদী কারবারের সাথে যুক্ত হওয়ার কোন সুযোগ নেই। তবে ইনসুরেন্স যদি বাধ্যতামূলক হয় অর্থাৎ কোম্পানী কর্মকর্তা কর্মচারীদের কোনরূপ দাবী, সম্মতি/অনুমতি ছাড়াই বেতন কর্তন করে বা প্রিমিয়াম পরিশোধ করে সে ক্ষেত্রে তাদের জন্য পরবর্তীতে প্রদেয় সমুদয় অর্থ গ্রহণ করা বৈধ হবে। কারণ এই অর্থ তাদের মালিকানায় আসেনি। বিধায় তাতে সুদের সঙ্গাও প্রযোজ্য হবে না।
অতএব প্রশ্নে বর্ণিত সুরতে কোম্পানী যদি বাধ্যতামূলকভাবে আপনাদের বেতন কর্তন করে এবং তারাই প্রিমিয়াম পরিশোধ করে আপনাদের কোন হস্তক্ষেপ না থাকে তাহলে আপনারা বর্ধিত টাকা নিতে পারবেন। অন্যথায় পারবেন না। – সূরা বাকারা, আয়াত ২৭৫-২৭৯; সহীহ মুসলিম, হাদীস ১৫৯৮; রদ্দুল মুহতার ৭/৪১৩; ফাতাওয়ায়ে কাসেমিয়া ২০/৪১১; কিতাবুন নাওয়াযিল ১১/৪৮৮;
উত্তর লিখনে
ফাতাওয়া বিভাগ
আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা)
সতীঘাটা, সদর, যশোর, বাংলাদেশ