মাইকে আযান দেওয়া যাবে কি না?

ফাতাওয়া নম্বর৭৮৩;

বরাবর,
ইফতা বিভাগ,
আশরাফুল মাদারিস, সতীঘাটা, সদর, যশোর।
বিষয়: মাইকে আযান দেওয়া সংক্রান্ত মাসআলা জানার আবেদন।

মুহতারাম,
বিভিন্ন তাবলীগী মারকাযে বা ইজতেমার ময়দানে দেখা যায় যে, মাইকে আযান দেওয়া হয় না। এবং নামাযেও মাইকে তিলাওয়াত করা হয় না। যার ফলে অনেকে তিলাওয়াত শুনতে পায় না। কেন এমন করা হয়? এর কী কোন ঐতিহাসিক আলোচনা আছে? থাকলে জানানোর দরখাস্ত!

বিনীত নিবেদক
মিরাজ
যশোর

الجواب حامدا و مصليا و مسلما أما بعد:

 

আযানের মধ্যে আওয়াজ উচুঁ করা তথা ইলান উদ্দেশ্য। যে উদ্দেশ্য হাসিলের জন্যই মূলত মাইক ব্যবহার করা হয়। অবশ্য আযান মাইকে দিতে হবে এমনটি জরুরী না। মাইক ছাড়াও আযান সহীহ হয়ে যায়। ‍সুতরাং যেখানে মাইকে আযান দেওয়ার প্রয়োজন নেই বা কোন ফিতনা সৃষ্টির আশংকা রয়েছে সেখানে মাইকে আযান না দেওয়া কাম্য।

তাবলীগী মারকাযে বা ইজতেমায় মাইকে আযান না দেওয়ার উপর শুরু থেকে ধারাবাহিক আমল চলে আসায় হয়ত আযানে মাইক ব্যবহার করা হয় না। আর এর কোন ঐতিহাসিক আলোচনা পাওয়া যায় না।

 

সুনানে আবি দাউদ, হাদীস ৫১৯; ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/১১২; বাহরুর রায়েক, ১/৪৪৪; কিতাবুন নাওয়াযেল, ৩/২৯০;

ফাতাওয়া বিভাগ
আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা)
সতীঘাটা, সদর, যশোর, বাংলাদেশ

Leave a Comment