না মর্দের ইমামতির বিধান কি?

প্রশ্ন

বিষয়:ইমামতি সংক্রান্ত মাসআলা জানার আবেদন।
মুহতারাম,
আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, এক ভায়ের পুরুষাঙ্গ একেবারে ছোট, পুরুষাঙ্গের মাথায় কোন ছিদ্র নেই, ছিদ্র আছে গোড়ায়, সে তিনটি বিয়ে করেছে তারা সবাই তাকে ছেড়ে চলে গেছে। এখন এই অবস্থায় সে ইমাম হলে তার পিছনে নামায পড়া যাবে কি? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

বিনীত নিবেদক
মুহাম্মাদ মুহিব্বুল্লাহ
খুলনা

উত্তর

الجواب حامدا ومصليا ومسلما

ফাতওয়া  নংঃ ৭৬৭

মসজিদের ইমাম মুসলিম জাতির আদর্শ ও অনুসরণীয়। মুসলমানের নামাযসহ বহু ইবাদত বন্দেগী ইমামের অনুসরণ, অনুকরণ ও ইক্তিদার মাধ্যমে পালিত হয়। সুতরাং ইমাম সাহেব শরীয়ত কর্তৃক বর্ণিত গুণাবলী তথা বিশুদ্ধ কিরাতের অধিকারী হওয়া, নামাযের মাসায়েল সম্পর্কে জ্ঞাত হওয়া, প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ থেকে বিরত থাকা এবং তাকওয়া ও পরহেযগারী অবলম্বন করা ও সুন্নাতে নববীর পূর্ণ পাবন্দী হওয়া অতীব জরুরী। সাথে সাথে শরীয়ত বিরোধী যাবতীয় কর্মকান্ড থেকে মুক্ত থাকা ইমামতি বিশুদ্ধ হওয়ার জন্য পূর্বশর্ত। উপরোক্ত গুণাবলীর অধিকারী ব্যক্তিমাত্রই ইমামতি করার উপযুক্ত।

সুতরাং প্রশ্নেবর্ণিত- ব্যক্তি যদি উপরোক্ত গুণাবলীর অধিকারী হয় এবং সে পাক-পবিত্রতার দিকে পূর্ণ খেয়াল রাখে, তাহলে তার ইমামতিতে নামায পড়তে কোন আপত্তি নেই। যদিও সে (عنين) তথা পুরুষত্বহীন-ধ্বজভঙ্গ। কারণ (পুরুষত্বহীন হওয়া) এটা ইমামতি বৈধ হওয়ার প্রতিবন্ধক নয়। এবং ইমামতি অপছন্দনীয় হওয়ারও কোন লক্ষণ নয়।

সহীহ মুসলিম, হাদীস ২৯০; আদ্দুররুল মুখতার-১/৫৫৭; বাদায়েউস সানায়ে-১/১৫৭; আল মুহীতুল বুরহানী-১/৪০৭; আল বাহরুক রায়েক-১/৬০৭; ফাতাওয়ায়ে মাহমূদীয়া-১০/২৫৩; ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ-৩/২১৭;

উত্তর লিখনে

ফাতাওয়া বিভাগ
আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা)
সতীঘাটা, সদর, যশোর, বাংলাদেশ

Leave a Comment