কবর খনন করা ও মুরদাকে কবরে শোয়ানোর নিয়ম কী?

প্রশ্ন

বরাবর,
দারুল ইফতা,
আশরাফুল মাদারিস, সতীঘাটা, সদর, যশোর।
বিষয়: দাফন  সংক্রান্ত মাসয়ালা জানার আবেদন।
মুহতারাম,
কবর খনন করা ও মুরদাকে কবরে শোয়ানোর নিয়ম কী?

বিনীত নিবেদক
মুহাম্মাদ তানভীর হুসাইন

উত্তর

ফাতাওয়া নং -২৭০

بسم الله الرحمن الرحيم
الجواب حامدا و مصليا و مسلما

১. কবর খনন করার সর্বোত্তম পদ্ধতি হল, লাহ’দ তথা বুগলী কবর। মাটি নরম হওয়া বা অন্য কোন কারণে যদি বুগলী কবর কাটা সম্ভব না হয়, তাহলে শাক্ব তথা সিন্দুক কবর করবে। আমাদের দেশে প্রচলিত কবরকে বক্স কবর বলে। বুগলী কবর খনন করা সর্বোত্তম। পদ্ধতি হল, কোমর বরাবর বা তারচে বেশি পরিমাণ কবর খনন করবে, এরপর কেবলা অভিমুখী ঐ কবরের মধ্যে আরেকটা গর্ত করে মায়্যেতকে সেখানে শোয়াবে, বাঁশ বা কাঁচা ইট দিয়ে সেটা ঢেকে দেবে এবং পূর্ণ কবর মাটি দ্বারা ভরে দেবে। আর সিন্দুক কবর হচ্ছে, স্বাভাবিকভাবে চার কোণা করে মাটি খোড়ার পর ঐ কবরের মাঝে সিন্দুকাকারে আরেকটি গর্ত করে মায়্যেতকে ডান কাতে ঐ সিন্দুকে শুইয়ে দিবে। তার উপর বাঁশ ইত্যাদি দিয়ে মাটি দিয়ে দেবে। আর কবরের গভীরতা হবে স্বাভাবিক একজন মানুষের কোমর পরিমাণ অথবা বুক বরাবর এবং প্রয়োজন অনুপাতে যত বেশি হবে ততই ভাল। মায়্যেতের শারিরীক গঠন অনুপাতে কবর প্রশস্ত করতে হবে, যাতে করে স্বাচ্ছন্দে তাকে কবরে শোয়ানো যায়। উল্লেখ্য, কবর যেমনই হোক না কেন মায়্যেতকে সর্বাবস্থায় ডান কাতে কেবলা অভিমুখী শোয়াবে। শুধুমাত্র চেহারা ঘুরিয়ে দেওয়া যথেষ্ট নয়। মায়্যেতকে কেবলার দিক থেকে কবরে নামাবে এবং মাথা উত্তরে ও পা দক্ষিণে কেবলা অভিমুখী ডান কাতে শোয়াবে।

উত্তর লিখনে

ফাতাওয়া বিভাগ
আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা)
সতীঘাটা, সদর, যশোর, বাংলাদেশ

Leave a Comment