ইমাম সাহেব মাওলানা সাদ সাহেবের অনুসারী অথবা জামায়াতে ইসলামীর আক্বীদার অনুসারী তার পিছনে নামায হবে কি না?

ফাতাওয়া নম্বর৭৭৯;

বরাবর,
ইফতা বিভাগ,
আশরাফুল মাদারিস, সতীঘাটা, সদর, যশোর।
বিষয়: নামায সংক্রান্ত মাসআলা জানার আবেদন।

মুহতারাম,
আসসালামু আলাইকুম। সম্মানিত মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হল, যদি কোন মসজিদের ইমাম সাহেব মাওলানা সাদ সাহেবের অনুসারী হোন অথবা জামায়াতে ইসলামীর আক্বীদার অনুসারী হোন তবে তার পিছনে নামায হবে কি না?

বিনীত নিবেদক
আবু বকরসিদ্দিক

ঝিকরগাছা, যশোর।

الجواب حامدا و مصليا و مسلما أما بعد:

 

.

জামাআতে ইসলামী তথা মওদুদী মতবাদে বিশ্বাসী দল আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বহির্ভূত একটি ভ্রান্ত দল। যারা সাহাবায়ে কেরামের তীব্র সমালোচনা ও কঠোর নিন্দাবাদ করে। যা কেবল ফাসেক ব্যক্তির কাজ।

সুতরাং জামাআতে ইসলামীর আক্বীদার অনুসারী ইমামের পিছনে নামায আদায় করলে যদিও তা আদায় হয়ে যাবে; তবে তা মাকরূহ হবে। তাই যদি এমন ইমাম ছাড়া সহীহ আক্বীদা পোষণকারী অন্য ইমামের পিছনে নামায আদায় করা সম্ভব হয় তাহলে তার পিছনে নামায আদায় করা উত্তম।

.

মাওলানা সাদ সাহেব হাফিযাহুল্লার বয়ানে নবী-রাসূলগণ ও সাহাবায়ে কেরামের শানে বিভ্রান্তিকর ও অমূলক চিন্তাধারার বহিঃপ্রকাশ ঘটেছে। এবং কুরআন ও হাদীসের ব্যাখ্যা-বিশ্লেষণের ক্ষেত্রে তিনি জুমহূর আহলে সুন্নাহ ওয়াল জামাআতের পথ থেকে দূরে সরে গেছেন। তার বয়ান-বক্তৃতায় গোমরাহীমূলক অনেক বিষয় প্রকাশ পেয়েছে। বিধায় হক্বানী উলামায়ে কেরাম তার অনুসরণ করতে নিষেধ করেছেন। অতএব মাওলানা সাদ সাহেবের অনুসারী তথা তার বিভ্রান্তিকর বয়ানে একাত্মতা পোষণকারী ইমামের পিছনে নামায আদায় করা মাকরূহ। পারতপক্ষে এমন ইমামের পিছনে নামায আদায় না করা। যদিও নামায আদায় হয়ে যাবে।

উল্লেখ্য, বাড়িতে একাকী নামায আদায় করা অপেক্ষা এমন ইমামের পিছনে নামায আদায় করাই উত্তম।

আদ্দুররুল মুখতার খন্ড ১, পৃ. ৩৫৫; বাহরুর রায়েক খন্ড ১, পৃ. ৬০৭; ফাতাওয়ায়ে কাসেমিয়া খন্ড ৬, পৃ. ৫৮১-৫৮৩; দারুল উলুম দেওবন্দের ওয়েবে প্রকাশিত ফাতাওয়া, তারিখ- ৩১/০১/২০১৮

 

ফাতাওয়া বিভাগ
আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা)
সতীঘাটা, সদর, যশোর, বাংলাদেশ

Leave a Comment