ফাতাওয়া নম্বর- ৮৩০;
বরাবর,
ইফতা বিভাগ,
আশরাফুল মাদারিস, সতীঘাটা, সদর, যশোর।
বিষয়: মান্নত সংক্রান্ত মাসআলা জানার আবেদন।
মুহতারাম,
আমার জামাই অসুস্থ থাকাকালীন আমি মান্নত করেছিলাম যে, সে যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি জানের বদলে জান দিব। এখন জানার বিষয় হল- আমার মান্নত কি সহীহ হয়েছে? যদি সহীহ হয় তাহলে আমি একটি ছাগল মাদরাসায় দিতে চাচ্ছিলাম কিন্তু ছাগলের বয়স এক বছর পূর্ণ হতে দুই মাস বাকি রয়েছে। এটা আমার বাড়ির ছগল। আর একটি সমস্যা হল- আমাদের এলাকায় কুকুর ও শেয়ালে ছাগল খেয়ে ফেলছে। দয়া করে জানাবেন এখন আমি কী করব!
বিনীত নিবেদক
মুহাম্মদ মুহিব্বুল্লাহ
Khulna
الجواب حامدا و مصليا و مسلما أما بعد:
মানুষ আপন উদ্দেশ্য হাসিলের জন্য অনেক সময় শেষ ভরসা হিসাবে বলে- যদি আমার অমুক উদ্দেশ্য পূরণ হয় তাহলে আমি ৪-৫ টি রোযা রাখব বা অমুক কল্যাণমূলক কাজ করব। এই নিয়তকে শরীআতের পরিভাষায় নযর আর বাংলায় মান্নত বলে। আর আমাদের সমাজে ‘জানের বদলে জান দিব’ বলার দ্বারা সাধারণত (কুরবানী যোগ্য) যে-কোন প্রাণী যবেহ করে তা সদাকা করার মান্নত উদ্দেশ্য হয়ে থাকে।
সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে আপনার মান্নত সহীহ হয়েছে। এখন আপনার জামাই সুস্থ হওয়ার পর মান্নত পূরণ করা আপনার উপর আবশ্যক। আর যদি নির্দিষ্ট কোন পশু সদাকা করার মান্নত না করা হয় তাহলে কুরবানীযোগ্য কোন পশু দ্বারা মান্নত পূরণ করা জরুরী। এক্ষেত্রে বকরী বা ছাগল কমপক্ষে এক বছর এবং গরু ইত্যাদি দুই বছর বয়সের হতে হবে। তাই আপনার ছগলের বয়স এক বছর পূর্ণ না হওয়ায় তা দ্বারা মান্নত আদায় করা সহীহ হবে না।
এমতাবস্থায় আপনি চাইলে ছগলটি বিক্রয়ও করতে পারেন বা তা দ্বারা কোন প্রয়োজন পূরণ করতেও পারেন। আবার চাইলে ছগলটির বয়স এক বছর পূর্ণ হওয়ার পর তা দ্বারা মান্নাতও পূরণ করতে পারেন। তবে পূর্ণ এক বছর বয়সী একটি ছাগল চাই তা আপনার বাড়ির হোক বা ক্রয় করা তা দ্বারা মান্নত পূরণ করে দেওয়াই ভালো।
সূরা হজ্জ, আয়াত ২৯; সহীহুল বুখারী, হাদীস ৬৬৯৬; জামে তিরমিযী, হাদীস ১৫২৬; আদ্দুররুল মুখতার ৩/৭৩৬-৭৩৯; তাতারখানিয়া ৬/২৮১; আলবাহরুর রায়েক ৪/৩২১; বাদায়েউস সানায়ে ৬/৩২৩; কিতাবুন নাওয়াযেল ১০/২৯২; ফাতাওয়ায়ে মাহমুদিয়া ২০/২২৫; ইমদাদুল আহকাম ৫/১৭;
ফাতাওয়া বিভাগ
আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা)
সতীঘাটা, সদর, যশোর, বাংলাদেশ