আমরা জানি মিষ্টি খাওয়া সুন্নাত। আসলে মিষ্টি খাওয়া সুন্নাত কি না?

ফাতাওয়া নম্বর৭৮৪

বরাবর,
ইফতা বিভাগ,
আশরাফুল মাদারিস, সতীঘাটা, সদর, যশোর।
বিষয়: পানাহার সংক্রান্ত মাসআলা জানার আবেদন।

মুহতারাম,
আমরা জানি মিষ্টি খাওয়া সুন্নাত। কিন্তু অনেকে বলে মিষ্টি খাওয়া সুন্নাত নয়। এখন জানার বিষয় হল- আসলে মিষ্টি খাওয়া সুন্নাত কি না?

বিনীত নিবেদক
হাসান (সদর, চুয়াডাঙ্গা)

الجواب حامدا و مصليا و مسلما أما بعد:

 

আম্মাজান হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন⎼ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম হালুয়া (তথা মিষ্টিজাতীয় দ্রব্য) ও মধু পছন্দ করতেন। সহীহ বুখারী, হাদীস ৫৪৩১-৫৫৯৯;

উলামায়ে কেরাম উক্ত হাদীসের ব্যাখ্যায় বলেছেন⎼ এখানে হালুয়া দ্বারা মিষ্টিজাতীয় দ্রব্য উদ্দেশ্য। এর দ্বারা কেবল নির্দিষ্ট কোন খাবার তথা চমচম-রসগোল্লাই উদ্দেশ্য নয়। বরং প্রত্যেক এমন খাবার উদ্দেশ্য, যার মধ্যে মিষ্টতা আছে। সেটা মধুও হতে পারে আবার কোন মিষ্টি ফল ইত্যাদিও হতে পারে।

উপরোক্ত হাদীস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর মিষ্টিজাতীয় খাবার পছন্দনীয় হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর জীবনে কিছু অভ্যাসগত সুন্নাত বা আদর্শ রয়েছে। যেগুলোকে সুন্নাতে গাইরে হুদা বলে। এই অভ্যাসগত সুন্নাতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম শরীআতের বিধান

বা ইবাদত হিসাবে করেননি। বরং কখনও অভ্যাসগত কারণে বা পছন্দের ভিত্তিতে করেছেন। তথাপি তাঁর অভ্যাস থেকে উত্তম অভ্যাস আর কোথায় পাওয়া যাবে? তাইতো মহান আল্লাহ⎼ ‘অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী’ (সূরা কলাম, আয়াত ৫;) বলে তাঁকে আখ্যায়িত করেছেন। এ হিসাবে তাঁর অভ্যাসগত সুন্নাতগুলোর উপর আমল করা তাঁর সাথে মুহাব্বত, ভালোবাসা এবং তাঁর প্রকৃত উম্মত হওয়ার প্রমাণ।

সুতরাং যারা বলে মিষ্টি খাওয়া সুন্নাত, তারা মূলত সুন্নাতে যায়েদা বা অভ্যাসগত সুন্নাত হওয়ার বিষয়টি বলে থাকেন হয়ত। প্রকৃতপক্ষে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর মুহাব্বত ও ভালোবাসা প্রকাশ এবং সাদৃশ্যের নিয়তে সুন্নাতে যায়েদার উপর আমল করে তাহলে সে সাওয়াব লাভ করবে ইনশাআল্লাহ। অবশ্য স্মরণ রাখতে হবে যে, সুন্নাতে যায়েদা যেহেতু ইবাদত হিসাবে করা হয়নি; বিধায় এটা নিয়ে বাড়াবাড়ি ও অতিরঞ্জন করা মোটেও উচিত নয়।

সহীহ বুখারী, ৫৫৯৯; সহীহ মুসলিম, ১৪৭৪; শরহে মুসলিম নববী, ১০/৭৭; আদ্দুররুল মুখতার, ১/২১৮-২১৯; আলইসলাম ওয়াততিব্বুল হাদীস, ৮০-৮১; ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ২৭/৩৭;

ফাতাওয়া বিভাগ
আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা)
সতীঘাটা, সদর, যশোর, বাংলাদেশ

Leave a Comment