বিষয়: পবিত্রতা।
মুহতারাম,
আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পেশাবের মধ্যে পড়ে যায়। এবং পেশাবের কিছু অংশ মোবাইল এর মধ্যেও ঢুকে যায়। এখন পুরা মোবাইল যদি পানি দিয়ে ভেতর বাইরে ধুয়ে ফেলি তাহলে মোবাইল একেবারেই নষ্ট হয়ে যাবে। এমতাবস্থায় আমি উক্ত মোবাইল কিভাবে পবিত্র করতে পারি?
বিনীত নিবেদক
তানভীর
যশোর
الجواب حامدا ومصليا ومسلما
অ্যান্ডয়েড মোবাইল ফোন যদি পেশাবের মধ্যে পড়ে যায় তাহলে তা নাপাক হয়ে যাবে শুকিয়ে যাওয়ার দ্বারা পাক হবে না বরং তা ভালো ভাবে ধুয়ে পবিত্র করা জরুরী।
তবে যদি ধোয়ার দ্বারা মোবাইল নষ্ট হয়ে যাওয়ার আশংকা থাকে তাহলে পানি দ্বারা না ধুয়ে পেট্রোল বা এজাতীয় জিনিস দ্বারা ধুয়ে পবিত্র করার ব্যবস্থা করবে।
তবে এভাবে পাক করতে গেলেও যদি মোবাইল নষ্ট হয়ে যাওয়ার আশংকা হয় তাহলে উপরি অংশ খুব ভাল ভাবে ধুয়ে বা মুছে ব্যবহার করবে। তবে নামাজের সময় নিজের পকেটে বা শরীরের সাথে রাখবে না।
আদদুররুল মুখতার ১/৩১৩; আল বাহরুক রায়েক ১/২৫১ ফাতাওয়ায়ে মাহমূদিয়া ৮/২৭৮; রদ্দুল মুহতার ২/৩১২; ফাতাওয়ায়ে হাবীবিয়া ১/৩৯৯
ফাতাওয়া বিভাগ
আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা)
সতীঘাটা, সদর, যশোর, বাংলাদেশ