বিষয়:জমি বন্ধক দেওয়া +তামাক চাষ সংক্রান্ত মাসআলা জানার আবেদন।
মুহতারাম,
১। আমাদের এই অঞ্চলে জমি বন্ধক দেওয়ার সিস্টেম হলো, বিঘাতে চার লক্ষ টাকা জমির মালিক কে দিবে আর যে টাকা দিবে তার কাছে জমি দেওয়া হবে। এই টাকা যেদিন ফেরত দেবে সেদিন জমিও ফেরত পাবে । এখন জানার বিষয় হলো, এই সুরাত জায়েয আছে কিনা?
২। আমাদের এই অঞ্চলে তামাকের চাষ করা হয়। যে তামাক দিয়ে বিড়ি-সিগারেট তৈরী করা হয় এই তামাকের চাষ করা জায়েয আছে কিনা? জানালে উপকৃত হবো।
বিনীত নিবেদক
আব্দুল্লাহ নোমান
রামদাসপুর, মেহেরপুর
মোবাইলঃ ০১৭৭১৯৪২৫৪৯
الجواب حامدا ومصليا ومسلما
ফাতওয়া নংঃ ৮২৮-৮২৯
উত্তর: ১। প্রশ্নোল্লিখিত সুরতে- আপনাদের অঞ্চলে জমি বন্ধক দেওয়ার যে পদ্ধতি প্রচলিত রয়েছে। এই ধরণের পদ্ধতিতেও জমি বন্ধক রাখা জায়েয নেই। কেননা এটা জমি ও টাকা আদান-প্রদানের নামে মূলত ঋণের বিনিময়ে বন্ধক চুক্তি।
আর যেহেতু বন্ধকী বস্তু থেকে বন্ধকগ্রহীতার জন্য (বন্ধকদাতার অনুমতিক্রমে হলেও) কোন ধরণের উপকৃত হওয়া জায়েয নেই। (কেননা বন্ধকী বস্তু থেকে বন্ধকগ্রহীতার কোন প্রকার ফায়দা গ্রহণ করা সুদের অন্তর্ভুক্ত, যা অকাট্য হারাম) বিধায় (জমিগ্রহণকারী) বন্ধকগ্রহীতার জন্য টাকা ফেরত পাওয়া পর্যন্ত বন্ধকী জমি থেকে চাষাবাদ ইত্যাদির মাধ্যমে উপকৃত হওয়া জায়েয হবে না।
উল্লেখ্য- প্রশ্নেবর্নিত পদ্ধতির বিপরীতে যদি শরীয়তসম্মত পদ্ধতি গ্রহণ করা হয় তথা নিয়মতান্ত্রিক বিনিময় নির্ধারণ করে দীর্ঘ মেয়াদী ইজারা (লিজ) চুক্তি করা হয় তাহলে তা নাজায়েয হবে না।
মুসান্নাফে আব্দুর রাজ্জাক,হাদীস ১৫০৭১; ইলাউস সুনান ১৪/৫১৩; আদ্দুররুল মুখতার ৫/১৬৬; রদ্দুল মুহতার ৬/৪৮২; ইমদাদুল ফাতাওয়া ৩/৪৫৩; ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ১৭/৪৪২; কিতাবুন নাওয়াযেল ১৭/১২৪।
২. ক্ষেত-খামার ও চাষাবাদ মানুষের আয় উপার্জন ও জীবিকা নির্বাহের অন্যতম প্রধান মাধ্যম। তবে খেয়াল রাখতে হবে, ক্ষেত-খামার কিংবা চাষাবাদে যেন হারাম বা হারামের সংমিশ্রণ কিংবা সন্দেহজনক কিছু না থাকে। তাই চাষের জন্য এমন পন্থা ও বস্তু অবলম্বন করা কাম্য যা হারাম নয় এবং সন্দেহমুক্ত।
তামাক এটা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এর চাষাবাদ ও উৎপাদন মাকরূহ এবং অপছন্দনীয়। এর থেকে দূরে থাকা উচিৎ। আর তাছাড়াও তামাক সেবনের দ্বারা যেহেতু বিভিন্ন শারীরীক ব্যাধি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে এবং এর দ্বারা মুখে এক ধরণের দুর্গন্ধ তৈরী হয়, যা মানুষ ও ফেরেশতাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বিধায় যদি অন্যকোন কিছু চাষাবাদ করে জীবিকা নির্বাহের সুযোগ থাকে। তাহলে তামাক চাষ থেকে বিরত থাকাই শ্রেয়।
রদ্দুল মুহতার ৬/৩৯১; আল বাহরুক রায়েক ৮/২৩০; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী ৬৬৫; মাজমূ রাসায়েলে লাখনবী ২/১২৭; মাজমাউল আনহুর ২/৫৪৮; তানকীহুল ফাতাওয়াল হামিদিয়্যাহ ২/৩৬৬; ফাতাওয়ায়ে মাহমুদিয়া ২৪/১৬২; ফাতাওয়ায়ে হক্কানিয়্যাহ ৬/৪৫।
ফাতাওয়া বিভাগ
আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা)
সতীঘাটা, সদর, যশোর, বাংলাদেশ